আয় ঘুম
- মুসলিম উদ্দীন কায়ছার চৌধুরী রানা ১৯-০৪-২০২৪

আয় ঘুম আয় আমার
খোকার চোখে আয়,
ঘুমের মাসি আয়রে আমার
স্বপ্ন নিয়ে আয় ।
থেমে যাক কলতান,এসে যাক ঘুমের ভান
দৈত্যেরা সব রাজ্য ছেড়ে যায় ----

ওরে টিয়ে ওরে ময়না
শব্দ করিস না,
আমার খোকার স্বপ্নের ঘুম
তোরা ভাঙ্গিস না ,
খোকা ঘুমাক পাড়া জুড়াক,ভুতেরা সব দুরে যাক,
স্বপ্নে খোকা ঘুমের দেশে যায় --

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।