মানুষের গন্ধ নাই
- প্রকৌ. আমিনুল ইসলাম ২৯-০৩-২০২৪

: গন্ধটি কিসের কুকুরের নাকি শুয়রের?
: মানুষের।
: তবে কেন হানাহানি, মারামারি, ঝগড়াঝাটি?
: গন্ধটি কিসের সিংহের নাকি ভাল্লুকের?
: মানুষের।
: তবে কেন খুনোখুনি, ব্যভিচারী, ধর্মীয় গোড়ামী?
: গন্ধটি কিসের কাকের নাকি শকুনের?
: মানুষের।
: তবে কেন খাবার নিয়ে কাড়াকাড়ি, এতো মানুষ অনাহারী।
: গন্ধটি কিসের ইঁদুরের নাকি গুইলের?
: মানুষের।
: তবে কেন অন্যায়ের প্রতিবাদ নাই, পালিয়ে গর্তে লুকায়।

মানুষের মাঝে আর মানুষের গন্ধ নাই।
আমি অন্যকিছুর গন্ধ পাই।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

shawonmallick6950
১৯-০৯-২০১৯ ২২:৩৪ মিঃ

সুন্দর

Aminul1982
১৯-০৯-২০১৯ ২০:২৪ মিঃ

মন্তব্য করবেন৷