কিছু বলতে চাই
- হাসান আল মাহদী কিছু কথা কিছু স্বপ্ন কিছু প্রিয়মুখ
আমার সাথে কেন করে তারা দ্বিমুখ।
কিছু আশা কিছু চাওয়া কিছু ভালবাসা
সবি যেন আজ দূর কুয়াশা ।
কিছু ফুল কিছু ভুল কিছু পাওয়া
এই যেন মোর মনের মৃদু হাওয়া ।
কিছু বন্ধু কিছু শত্রু কিছু আপনজন
কাছে টেনে দূরে ঠেলে প্রতি ক্ষণ ।
কিছু হাসি কিছু কান্না কিছু গান
প্রিয়জন থেকে পাওয়া অমূল্য দান।
কিছু ভালো কিছু মন্দ কিছু সুন্দরক্ষণ
এই নিয়ে বেশ আছি ব্যাচেলর জীবন
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।