ছোটবেলার পাঠশালা
- আসাদউজ্জামান খান ২৪-০৪-২০২৪

ছোটবেলার পাঠশালা
আসাদউজ্জামান খান
================
ছোটোবেলায় পড়ার ফাঁকে
কতো মজা করতাম
দলেবলে একই ঝাঁকে
পাঠশালাতে পড়তাম।

প্রথম বেঞ্চটা নিয়ে সবার
থাকতো কাড়াকাড়ি;
পড়ালেখায় প্রথম হবার
যুদ্ধ বরাবরই।

শিক্ষাগুরুর শিক্ষা নিতাম
খুব মনোযোগ দিয়ে
শিক্ষাটুকু প্রকাশ দিতাম
বাড়ির দিকে গিয়ে।

টিফিন সময় টিফিন খেয়ে
করতাম একটু খেলা
শেষের বেলার ঘণ্টা পেয়ে
ভাংত খেলার মেলা।

ছুটির ঘণ্টা বাজতো যখন
খুব আনন্দ পাইতাম;
হুল্লোড়েতে মেতে তখন
বাড়ির দিকে যাইতাম।

লেখা...১৫-১২-২০১৮
প্রকাশ... ২৮-০৬-২০১৯ (দৈনিক আজকের বাংলা খবর)পত্রিকায়।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।