শ্রদ্ধাঞ্জলি
- ACHINTYA SARKAR/অচিন্ত্য সরকার[পাষাণভেদী] ২৫-০৪-২০২৪

শ্রদ্ধাঞ্জলি
অচিন্ত্য সরকার
যে মহা শিশু একদিন রাজার কাপড় নিয়ে প্রশ্ন তুলেছিল সে তো আজ রাজার মতো বিদায় নিল মহারাজার দেশে। আমাদের জন্য রয়ে গেল,সেই প্রশ্ন-রাজা কি কাপড় পরল? না কি আজও ভীড় ঠেলে এগিয়ে চলেছে অজ্ঞাত উলঙ্গ? এ প্রশ্নের উত্তর তো সেই দিতে পারে,যে ভীড়ের নয়, জোটের নয়,ঘোটের নয়,কোটার নয়,মোটার ও নয়। এখানেই তো ভয়,হ্যাঁ, এক দারুণ অনিশ্চয়তার ভয়। যাঁকে খুঁজতে খুঁজতে তুমি গেলে চলে,জীবনের অস্তাচলে। তবুও তাঁকে খুঁজে চলতে হবে আমাদের,চলতেই হবে যত দিন তোমার কাব্যরা কথা কবে আমাদের কানে কানে, যত দিন পৃথিবীতে মানুষ থাকবে লাল সবুজের গানে গানে তত দিন।হাততালি,তোষামোদি কিংবা নিদেনপক্ষে গালাগালি এসব দিয়ে তো আর উলঙ্গতাকে ডাকা যায় না;যুগের দোহাই দিয়েও বা আর কতদিন চলে,এই ভাবে ছলেবলে এড়িয়ে চলা রাজকীয় চোরাবালি!তাই তো আজ করজোড়ে বলি, হে কবিবর,দেহ মোরে বর,তোমার নির্দেশে খুঁজে ফিরি প্রতিঘর সেই শিশু,সেই সত্যদ্রষ্টা যীশু-এই হোক আমার শ্রদ্ধাঞ্জলি।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।