আবার আসিব ফিরে
- মুস্তাকিম বিল্লাহ্ ২০-০৪-২০২৪

আবার আসিব ফিরে শীত এর কাঁথা মুড়ে
তোমাদের ভিরে - এই বাংলায়
রেখে সব জঞ্জাল - এই ব্যস্ততার আড়াল
তোমাদের মাঝে হয়ে নৌকোর পাল
আবার আসিব আমি - হয়ে, অতিথি পাখির বেশে
তোমাদের মাঝে - এই নব গৌরব দেশে।
সেদিন আসিব আমি ভিজিবে ঘাসের কণা,
বহিবে পবন মৃদু বেগে তারি হিম শীত তনু ভরা;
যেদিন আসিব আমি গগনে উঠিবে রবি,
ছড়িবে আলো সোনার ভুবনে হৃদয় হইবে ছবি।
আবার আসিব আমি - হয়ে, কিশোর বালক বেশে
তোমাদের মাঝে এই তোমাদেরি দেশে।

সেদিন আসিব আমি - ছুটবো তোদের সাথে
হাতে ঘুরি সুতো আর নাটাই নিয়ে, সারা দ্বিপ্রহর মেতে;
সেদিন আসিব আমি - ছুটিব বনাঞ্চল,
শাখা হতে ডালে ছুটাছুটি করি পাড়িব নানান ফল
যেদিন আসিব আমি - ছুটিব ধানের ক্ষেতে
শতশত ধান দুলিছে তারি আপনি আপন মেতে।
তারি মাঝে শত অতিথি পাখি রহিছে পাশের ঝিলে,
শাপলার ফুল ফুটিয়া রহিছে দূরের পাশের বিলে।
আবার আসিব আমি - এই, কদম ফুল বেশে
তোমাদের নীড়ে এই তোমাদেরি দেশে ।

সেদিন আসিব আমি - ছুটিবো পুকুর পাড়ে,
গাঁয়ের ছেলেরা সাঁতারে মেতেছে মিলিব তাদের ভীরে;
সেদিন আসিব আমি - ছুটিবো নদীর বাঁকে
জাল ফেলে শত ধরিব মৎস্য তারি সাথে ঝাঁকে ঝাঁকে।
যেদিন আসিব আমি - দেখিব ঘরের কোনে,
কতশত পিঠে ছড়িয়া রহিছে সুভাষিত তার ঘ্রাণে।
তারি মাঝে শত রঙ্গের বাহার সাঁঝের আকাশ মাঝে,
রাত হলে সেই রঙ্গের বাহার মিলিবে তাঁরার সাজে।

তারি সাথে শত ডাহুক ডাকিবে তিমির রজনী ঘোরে
আবার আসিব আমি - এই বাংলার মাঝে ফিরে;
তোমাদের ভিড়ে এই এই বাংলায় তোমাদেরি নীড়ে।।

রচনাকাল- ২০ নভেম্বর ২০১৮

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।