অকবিতা-২৩
- নিগার সুলতানা রুমি ২০-০৪-২০২৪

নির্জনতার বিকেলগুলো জানে তুমিহীনতার গল্প
তেপান্তরের মাঠ জানে তার জলে কোন চাঁদের ছায়া,
দুপুরের রোদ পড়ে এলে বিকেলের ছায়ারা দীর্ঘতর,
প্রতিক্ষার দিন আর ফুরোয় না,শুধু ফুরিয়ে যায় সময়।

০৮/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।