আজো আছি তোর
- কবি মাজু ইব্রাহীম - নীলখাম ২৯-০৩-২০২৪

চোখে জল - মনে আশা
স্বপ্ন হলো ভোর,
শত ব্যাথা দেওয়ার পরেও
আজো আছি তোর।

সুরে সুরে গাহে পাখি
শুধু তোর নাম,
কোন স্বর্ণ-হীরায় দেবে
এ প্রেমের দাম।

ফুল হতে ফল হয়
মেঘ হতে বৃষ্টি,
প্রথম দেখায় ভালো লাগা
প্রেম হয় সৃষ্টি।

অপরাধী হলেও প্রিয়-
আজো আছি তোর,
দু'চোখে ঝরে আমার
অপেক্ষার প্রহর।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।