দ্যা ইংলিশ টিচার /অরুণিমা মন্ডল দাস
- অরুণিমা ২৫-০৪-২০২৪

দ্যা ইংলিশ টিচার /অরুণিমা মন্ডল দাস

বিষয় এবং অনূভূতি কাল্পনিক
উৎসর্গ-----আমার সমস্ত প্রিয় মানুষজন

ইংলিশ টিচার
হেঁটে হেঁটে আসা আনমনা তিনতলার“ ছাদ”
ইংরেজী” নামক চারকোনা “ তলোয়ার”
দেখলেই ---
মাধ্যমিকের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ” র ড্যাফোডিলস” কবিতাটি চোখের সামনে ভেসে ওঠে--------
সেই ফুলেদের বার বার ঘুরে বেড়ানো
আকাশ বাতাস জুড়ে “ফুলমেলা”----

বসে থাকা , উঠে দাঁড়ানো , ঘুরে বেড়ানো
বড্ড প্র্যাকটিক্যাল “চশমা” র শিক্ষা প্রদান---
চোখের গভীরতা এতটাই বেশী -----
হারিয়ে যাওয়া “প্রকান্ড মারিয়ানা খাত”---
বারবার বই চাপড়ানো আর মিষ্টি মিষ্টি ল্যাডিকানি ”ব্যবহার---“খুব ভালো হয়েছে,খুব ভালো হয়েছে”----
সাজেশনের প্রতিটি পিঠে নিমপাতার গন্ধ
পুরোটাই চাপের কঠোর“বাস্তব”----
বাঁকা বাঁকা “টেনস” ভার্ব” সেনটেনস”র আলপনা---
দুই কানের দুইপাশ দিয়ে “ ইংলিশ”গুলি হ্যাভ” আর “ইঙ্গ” লাগিয়ে সাদা “সাবানের ফেনা” বনে জানালা দিয়ে উড়ে চলেছে---
কিছু কিছু শব্দ “ কুয়াশা ”চ্ছন্ন
দূর থেকে “ দীঘা র সমুদ্র দেখলে ঠিক যেভাবে
নিজেকে বড্ড অসহায়” মনে হয়---
ঘন্টা বেজে ওঠে----
কালো কালো অক্ষরগুলো একটু ক্লান্ত
অনেকক্ষন আছড়ে আছড়ে“ আখের রস” বের করাতে----মাথাগুলো“ সাইলেন্স জোন”
এ পৌঁছে যায়---
“খোলা হাসিখুশি আধা রাগি তিনতলা ছাদ” র ধীর গতিতে প্রত্যাবর্তন------
যতটা এনার্জি আসার সময় থাকে
যাওয়ার সময় তাঁর “হার্ট” যেন ক্লাশের এককোণে রেখে যায়---
কপালের কুঁচকানো ফিলিংস ” র ভিতরে ও বড় “হরপ্পা”র স্নানাগারে র হদিস পাওয়া যায়----
দাঁতের ফাঁক দিয়ে “ সততা” কেবলই প্রবেশ করছে---
বেরিয়ে কেবল ই অস্পষ্টবাদী বদ মোমবাতি” গুলো পুড়িয়ে দেয়----
“চেয়ার , টেবিলে র ” প্রতি একটা আমোঘ বন্ধন
সামনের দরজা দিয়ে আসা সকাল”
বিকেল, দুপুর ---সব ই “উনার ছাত্র---”
“মাথা নামানো গড়িয়ে আসা সন্ধ্যা”----
তাঁর মধ্যে থাকা এক টি “ ফুলের গাছ”
“ছোট্ট শিশুর খিলখিল হাসি”-----
এরাও উনার ছাত্র”----
সারা শরীরে জড়িয়ে থাকা “প্রিয় বাইকের গন্ধ”-----
পুড়ে যাওয়া “পেট্রোলের কাকুতি” মিশে যাচ্ছে স্বচ্ছ পৌরুষে------
চলতে থাকা খোলা রাস্তা
ধিমিধিমি সুরে গাওয়া “ কিশোর কুমার , অরিজিত সিং য়ের গান---
উড়ে যাওয়া রঙিন ঘুড়ি
কোন বাধাহীন কানে বাজতে থাকা “ অট্টহাসি”-----
ঝিমোতে থাকা “রোমান্সের কবিতা”
উঠে দাঁড়ানো “ভারত ছাড়ো আন্দোলন,লবন সত্যাগ্রহ, সিপাহী বিদ্রোহ,আইন অমান্য আন্দোলন ”
ক্লাসে দেওয়া লেকচার শুনছে-----

গান্ধিজী আজ ও“ অহিংস” নীতি নিয়ে প্রতিটি কলেজে ,স্কুলে ,প্রাইভেট স্কুলে,বিএড কলেজে লাঠি হাতে ঘুরে বেড়াচ্ছেন---
“ইংলিশের” লেকচার শুনছেন---
নেতাজী” ও অনেকটা ক্লান্ত “বিদ্রোহী আত্মা” নিয়ে
“জ্বালাময়ী ” বক্তব্যে ক্লাশে ক্লাশে ঘুরে ফিরে---





ক্লাশরুম প্রতিটি ক্লাশে ই যেন নড়ে ওঠে----
এক একজন এক একভাবে নাড়ায়------
লাটাইয়ের প্রতিটি সুতোই” রঙবেরঙের----
শিক্ষা” নামক বড় গামলায় আমরা ডুবছি---
“ইংলিশ” জোন আস্ত একটা “সুইমিং পুল”---
“ বাংলা মিডিয়াম ” প্রাণীদের জগতে----

“ইংলিশ টিচার” বাংলার ছেলেমেয়েদের ব্যাগে “অর্ধেক ভগবান”---!

ইংলিশ টিচার ---২/অরুণিমা মন্ডল দাস


প্রত্যেকটি “জাহাজ” চলতে জলের প্রয়োজন
“ ইংলিশের বিশাল কাঠামো দেখতে দেখতে আমি “মাকড়শা”বনে যাই
রাজা “রবার্ট ব্রুশ” হওয়ার জন্য প্রাণপন চেষ্টা করতে থাকি
ছড়ি, চক, ডাস্টার হুল ফোটালে
জ্ঞানী “বোলতা” হতে থাকি

দুপুরের টিফিন , টয়লেট যাওয়া সব বন্ধ হয়ে যায়
শুনুন
যে জলে” গভীরতা নেই
সে জলের” মূল্য ও থাকে না?



কবিতাকে ভালোবাসি----/অরুণিমা মন্ডল দাস

           


            কবিতা------


           আমার কাছে হামাগুড়ি দিয়ে আসে 

         নাক চোখ মুখে একরাশ সিক্ত তৃষ্ণা

               আমি স্নেহের সরবত খাইয়ে কোলে ঘুম পাড়াই

বাগানের মাঝখানের পথটা নিরব 

তাকিয়ে থাকা পরীক্ষাহল আমার সতীন

  ফুল গাছগুলি  মনপাখি” ভেবে আদর করছে 

      তবু 

 সেই অজানা হঠাৎ প্রেমটা মুখ ফুটে বলবে না---!


        লাল গোলাপের“ রক্ত” পড়া বিরহ নিয়ে 

         সোয়েটার পরে দাঁড়িয়ে থাকা “আমার বিষন্ন কবিতা”


       গরমে সে সিজোফ্রেনিয়া” তে আক্রান্ত থাকে

         পা হাত আছড়ে অতিরিক্ত যন্ত্রনাটা উগরে ফেলে

  প্রতারনার কষ্ট না মেনে নিতে পারলে কেটে ফেলা চামড়া পোড়াতে ইচ্ছে করে---

    কবিতা আমার সুস্থতার ট্যাবলেট

         টেনসনের ওষুধ

               অসুস্থ সমাজের ভাঙাচোরা রাজনীতি না খেতে পাওয়া বিষাক্ত প্ল্যাটফর্ম

         গরিবের কান্না

      বেকারের হতাশা

        সাহিত্যের গ্লানি

          রাজনীতির কালিমা

                  কবিতা আমার “হিট” থেকে সুপার হিট মিউজিক”

      আনমনা নাচ!

      ভালোবাসার গান

        প্রেমের গাঢ় আলিঙ্গন

            বারবার “সুখ” সম্ভোগে“ পরকীয়া”

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।