অকবিতা-৩৫
- নিগার সুলতানা রুমি ২৫-০৪-২০২৪

ওপারেতে আকাশ মেঘে সূয্যি ডুবে এলো,
এইখানেতে হঠাৎ হাওয়া বইলো এলোমেলো!
জলের তোড়ে যখন বইছে নদী পায়ের কাছে,
তখন হাওয়ার মেঘে ইচ্ছেগুলো নতুন করে বাঁচে।।

০৪/০৯/২০১৮

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।