বোধেরা আজ প্রচন্ড বিরহে!
- মোঃ আমিনুল এহছান মোল্লা - আলো ২৯-০৩-২০২৪

এক বোধের উত্তোরণ চাই, এখনো অনুভূতির মৃত্যু ঘটেনি একটু চেতন হলেই অনায়াসে বিজয়ী হতে পারি- সমস্ত বোধের অবিনাশী প্রেম; যদি জেগে উঠে প্রাণে অপশক্তিরা হেরে যাবে ,ওহে হেরে যাবে- তুমি শুধু প্রাণ খুলে বোধটাকে জাগাও, শুধু বোধটাকে জাগাও- তুমি কি ডরাও ওহে প্রাণ ? বোধেরা আজ প্রচন্ড বিরহে! -------------------------------100-03-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।