তুমি জানতে?
- মুজতাহিদ বিল্লাহ্ ২৯-০৩-২০২৪

: তুমি জানতে?
: হুম।
: কি জানতে?
: দখিন জানালার ওপাশে, ব্রহ্মমুহূর্তে
বুনোফুল ও চিরকুট, তুমি'ই রাখতে।

: তুমি জানতে?
: হুম।
: কি জানতে?
: পথে বা ক্যাম্পাসে, মৃদু আড়ালে দাড়াতে
দেখযেতে অপলক, মিছে মায়া বাড়াতে।

: তুমি জানতে?
: হুম, জানতাম।
: কি জানতে?
: বাকহীন এ আমি, কভু চাই নাই জড়াতে
অবজ্ঞা, অপমান, তবু পারি নাই ছাড়াতে!

: তুমি জানতে?
: হুম, জানতাম।
: কি জানতে?
: জানিয়েছি জটিলতা, জানো আমি বাকহীন
হলে আরো খেপাটে, ভালোবাসো দ্বিধাহীন।

: তুমি জানতে?
: হুম, জানতাম।
: কি জানতে?
: তুমি যা জানতে না!
নিরবে কেঁদেছি কত, আধারের আড়ালে
আমিও বেসেছিভালো, কেন মায়া বাড়ালে?

: তুমি জানতে?
: হুম।
: কি জানতে?
: আমার ঐ মেঝ দাদা, সব মুছে দিলো সে রাতে
যদি বিধর্মীর ধরি হাত, পারে; সম্মান হারাতে!

: তুমি জানতে?
: হুম, জানতাম।
: কি জানতে?
: ভালোবেসেছো এক আকাশ, চাও নাই হারাতে
আমিও দিলাম পাড়ি, ঐ আকাশের তারা তে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।