সুখের বিপরীত
- সাইদ খোকন নাজিরী - আত্মবিষাদ ২০-০৪-২০২৪

সুখ সুখ করে কেঁদে কেঁদে পেলাম বড় দুখ
দুঃখের লাগি কেঁদে দেখি পাইনি একটু সুখ

জীবন যৌবন সব হারালাম ঘুরে সুখের পিছু
সুখ তবু দেয়নি ধরা দুঃখ বিনা নাহি পেলাম কিছু

যেথায় রাশি রাশি দুঃখ আছে সেথায় চলি ভাই?
দুঃখের খোঁজে গিয়ে কিনা সুখের নাগাল পাই।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।