আশা-নিরাশা
- সাইদ খোকন নাজিরী - আত্নবিষাদ ২৫-০৪-২০২৪

সঙ্গ ছেড়ে দিয়েছে সঙ্গী
সহধর্মীণিও করে আজব আজব ভঙ্গী
তবুও একটি রঙীন প্রভাতের আশায় ঘুম ভাঙ্গী

মন ভেঙ্গে ভেঙ্গে এখন কাচের টুকরার মত ভগ্ন
সঙ্গীবিহীন একা একা কাটেনা আর লগ্ন
তবুও দু’চোখ ভরা আশা-নিরাশার হাজারো স্বপ্ন

আত্মীয় স্বজন ভ্রতা-ভগ্নী
সবার কাছে আমি দাসের মত লগ্নী
তবুও কোন আশায় হজম করি মরুর অগ্নি

হাত পাতি না লজ্জায়
দুঃস্বপ্নে ঘুম ভেঙ্গে যায় শয্যায়
তবুও বেঁচে আছি অজানা কোন এক আশায়

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।