অবলা নারী
- রোকনোজ্জামান (প্রিন্স) - নিজস্ব ২৯-০৩-২০২৪

হে,নারী কেন তুুমি এত অবলা
কেন ছিনিয়ে নেও না বিজয়ের পতাকা।
জানি তোমার সামনে থাকবে বহু বাধা
তবু কখনো পিছ পা হয়ো না।
দিগন্ত সৃজন করবে তুমি
থাকবে না কোনো ভয়।
সত্যের পথে এগিয়ে যাবে
সত্যের হবে জয়।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 10টি মন্তব্য এসেছে।

Esha_Dastogir
২০-০৪-২০১৯ ১৩:৫০ মিঃ

আমার কবিতার সংখ্যার সাথে একটু মিলিয়ে কথা বলিশ। কপি ছাড়া তো কিছু করিস না বেটা। নিজে লেখার চেস্টা কর....

Esha_Dastogir
২০-০৪-২০১৯ ১৩:৪৮ মিঃ

ভাই আপনার কথায় যে কোন লজিক নাই তা প্রমানীত...হাহা...বাবা মা আসলো কোথা থেকে...আগে একটা কথা বলা শেখ..তারপর বাক্য গঠন করিস। আর কপি করবি না কবিতা। এগুলো পাপ...

181522
১৮-০৪-২০১৯ ১৭:১৩ মিঃ

ব্যবহার বংশের পরিচয় আমার চোখে নিজেকে ছোট করছস অন্তত তোর বাবা মাকে করিস না দোস্ত

Esha_Dastogir
১৭-০৪-২০১৯ ২২:৫২ মিঃ

আমি তোমার পিতা আর আবিদ তোমার আপন কাকা। বংশের পরিচয় ভুলে গেলে চলবে না।

Esha_Dastogir
১৭-০৪-২০১৯ ২২:৫২ মিঃ

আমি তোমার পিতা এটা খেয়াল রাখবে।

Esha_Dastogir
১৭-০৪-২০১৯ ২২:৫০ মিঃ

বাবাকে নাম ধরে ডাকতে নেই। তোমাকে আমি এই শিক্ষা দিয়েছিলাম?

181522
১৭-০৪-২০১৯ ০৩:৪২ মিঃ

মানুষ যখন দোষ ধরে তখন তার এই অবস্থা হয়। আপনাকে এখানে বিচারক হিসেবে অথবা নির্দেশক হিসেবে রাখা হয় নি আর আমার কথায় আমি কবিতাকে পেশা হিসেবে তুলে ধরি নি। একজন সাধারন মানুষ হিসেবে যতটুকু সীমা আছে তাতেই থাকুন ইশা

181522
১৭-০৪-২০১৯ ০৩:৩৮ মিঃ

ধন্যবাদ জয় ভাই।এভাবেই পাশে থাকেন

Esha_Dastogir
১৫-০৪-২০১৯ ১৪:২০ মিঃ

কবিতা কখনওই মানুষের পেশা হতে পারে না। আপনি কি মনে করেন কবিতা একটা পেশা? যদি বেকুব হয়ে থাকেন তাহলে Bio তে লাইনটা রেখে দিন। কবিতা একটি গুনাবলী৷ এটা কোনো পেশা নয়। ভুল ভাল কথা লিখবেন না৷

Rabbi
১৪-০৪-২০১৯ ২০:০৪ মিঃ

চমৎকার লিখেছেন