গোলক ধাঁ ধাঁ
- মধুকবি ২৬-০৪-২০২৪

কিছু কথা বলতে চাই বলা হয়না ,
কিছু কাজ করতে চাই করা হয়না ।
কিছু ঘটনা না চাইতেই ঘটে যায় ,
কিছু চাওয়া হঠাৎ পূরন হয়ে যায় ।
জীবন বুঝি এরকমই লাগামছাড়া ,
টানতে গেলে জীবন হয় ছন্নছাড়া ;
মানবজীবন এক জীবনচক্রে বাঁধা ,
এ জগত যেন এক গোলক ধাঁধাঁ ।
জীবনে থাকে কত প্রেম কত আশা ,
থাকে কত প্রিয়জন কত ভালবাসা ;
বাঁচার জন্য মানুষ কত কি না চায় ,
ভুল করে মানুষ হঠাৎ সবই হারায় ।
এখানে বাঁচতে হলে লড়তে হবে ,
ভয় পেয়ে পিছালেই মরতে হবে ;
জীবন মানে বেঁচে থাকার লড়াই ,
কি করে থাকবে টিকে যুদ্ধ ছাড়াই ?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।