জাগো হে বাঙ্গালি
- সেনাপতি আকাশ - অগ্নিশিখার শিখড় ২০-০৪-২০২৪

শুনতে পাচ্ছ হে পাষানপুরের অলস হৃদয়। ঘুরনিপাকের চক্রে ঘুরছে এবার বাঙ্গালির আসল পরিচয়।

বাজছে শঙ্ক,বাজছে ঘন্টা
হাহাকার ধ্বনির কোলাহল।
হারিয়ে গেছে কোথায় ওগো বাঙ্গালির সাহসী বল।

জাগ্রত কর,জাগ্রত কর আপন কর্মশক্তি।
মিলিত কর দমন করতে ক্ষাত্র ও দৈব শক্তি।

যাচাই কর অলস হৃদয় সাহস কর প্রদান।
দেখিয়ে দাও বক্ষ চিরে এরক্তে আছে সর্বকালের শ্রেষ্ট বাঙ্গালি শেখ মুজিবর রহমান।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

SAKIL
২৬-০৬-২০১৯ ১৭:০২ মিঃ

Wow...!