আষাঢ় শ্রাবণ (সনেট)
- মোঃ নাজমুল হাসান ২৬-০৪-২০২৪

আকাশে যেন আজ ঐ মেঘের গর্জন,
থেমে থেমে বৃষ্টি আর বর্ষার বর্ষন।
মেঠো পথে হাঁটু কাঁদা বৃষ্টির কারনে,
কষ্ট করে হেঁটে চলা আষাঢ় শ্রাবণে।
নদী বেয়ে আসে মাঠে পানির জোয়ার,
হিজলে কদম ফুলে দেখে সমাহার।
থেমে নেই কাজ তবু দিনের ব্যস্ততা,
পানি ভেঙ্গে ছাত্রদের বিদ্যালয়ে যাত্রা।

পুলক জড়ায়ে তব চলছে বর্ষায়,
পাল তুলে মাঝি দুরে নীল ঠিকানায়।
থৈ থৈ পানিতে ছেলেরা কাটছে সাঁতার,
মাছ ধরায় হিরিক পরেছে জেলের।
অঝোর ধারার বৃষ্টি কাজ থেমে কার,
ঘরে বসে কাঁথা বোনা কৃষান বধুর।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।