অনের বছর পর
- অভি দেব ২০-০৪-২০২৪

লাল টুকটুক, লাল টুকটুক
মুখটা যেনো কার ?
কানের দুলে জং ধরেছে,
কোথায় গলার হার ?

পূর্ব পাশে তোর ঘরেতে
কিসের এতো মৌ ?
আঁচলখানি ধুল জমেছে,
তুই, কাদের বাড়ির বউ ?

আগের মত তুই যে কেন
করিসনা পাইচারী,
বাড়ির পাশে কবরখানি
কেন দিলি আড়ি ?

চেনা চেনা লাগে তোকে
মুখটা যেন কার ?
মনে পড়ে ছায়াসঙ্গী,
তোকে বারবার ।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।