না ভুলে যাই
- ACHINTYA SARKAR/অচিন্ত্য সরকার[পাষাণভেদী] ২৯-০৩-২০২৪

না ভুলে যাই
অচিন্ত্য সরকার

ইসরোর মাথায় নতুন পালক, চাঁদ মেরুতে অভিযান,সন্দেহ নেই বিশ্বের কাছে ভারত ভূমির বেড়েছে মান। চন্দ্রযান এক, চন্দ্রযান দুই, সাফল্যের এমন নজির আর নেই দুই। দখলদারির চলছে হিড়িক, বিশ্ব জুড়ে শক্তিমানের, মহাকাশে চলছে রেস
শত শত নভঃযানের। এক পৃথিবী সাজিয়ে দেওয়া জীবন-বারী, প্রাণ-বায়ু
লোভ দূষণের ছাড়িয়ে সীমা, শেষ করেছি তার আয়ু। এখন লোভের কালো হাত দূর গ্রহে বাড়াই রোজ, বিশ্ব মায়ের বসন খুলে রাজসভাতে মহাভোজ। মন্দ নয় সৃষ্টি সুখ, খুশিতে ভরে ওঠে বুক কিন্তু শঙ্কা, বিপদ ঘন্টা বাজিয়ে ছোটে দূষণ-দূত। সবুজ পৃথিবীর সহজ সুখ ধ্বংস করলে বাড়বে দুঃখ। শক্তি ভালো বিনয় যোগে, দম্ভ আনবে সুখ-পৃথিবীর মৃত্যু বান।ইসরো নাসা খেলবে পাশা, দখলদারি সর্বনাশা
গাছের ছায়া,শুদ্ধ বাতাস আমার ছেলের ছোট্ট আশা, মহা মানবের মিলন গান,
দখলদারির মোহে যেন,না ভুলে যাই জীবন গান,প্রকৃতি মায়ের আপন মান।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।