বৈদ্যুতিক ভাল্ব
- মুনজুরুল ইসলাম নাহিদ ২৫-০৪-২০২৪

আমি বৈদ্যুতিক ভাল্ব
তোমাদের মাঝে জ্বেলে যাই অবিনাশ,
মম আত্মাকে জ্বালিয়ে তপ্তদেহে
আলোকিত রাখি চারপাশ।

আমার আলোয় ঘিরে রাখি তোমায়
অবসরে কিংবা ব্যাস্ততায়,
ভালোবাসার দৃষ্টি দিয়ে কখনো কি
দেখেছো আমায়?

গভীর দৃষ্টিতে কখনো যদি
তাকাও আমার দিকে,
দেখবে চার ডজনেরও বেশী পলক ফেলি
তোমাদের প্রতি পলকে।

তোমাদের বদন উজ্জ্বল দেখাতেই
জ্বলে যাই চিরকাল,
অথচ চেয়ে দেখ আমার গায়ে
কালো ময়লার জাল।

সুবিশাল সেই সূর্যের কাজ
দিয়েছ আমার ঘাড়ে,
ছোট দেহে ছোট প্রাণ আমার
সে কাজ কি করতে পারে?

তোমাদের স্মরে তবুও সে কাজ
মাথায় নিয়েছি তুলে,
রবিহীন আঁধারে আমিই হব রবি
সূর্যরে দিয়েছি বলে।

অবশেষে একদিন কাজের চাপে
আত্মাটা ছিড়ে যায়,
অকেজো বলে কিছু না ভেবে
ছুড়ে ফেলে দাও নর্দমায়।

জন্ম হতে শেষ অবধি
করে যাই উপকার,
নিজ হাতে তাই এই বুঝি দাও
উত্তম পুরষ্কার!

৫ই মার্চ ২০১৭ ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।