স্বাধীনতা দেখেছি তোমায়
- মুনজুরুল ইসলাম নাহিদ ২০-০৪-২০২৪

স্বাধীনতা দেখেছি তোমায়-
সবুজ ধানের ডগায়
দুরন্ত ছেলের চঞ্চলতায়
আকাশের বুকে পাখির ডানায়।

স্বাধীনতা দেখেছি তোমায়-
শরতের আকাশে মেঘের ভেলায়
বাতাসে গন্ধে ফাগুন বেলায়
শ্রাবনেরই বৃষ্টি কণায়।

স্বাধীনতা দেখেছি তোমায়-
বহমান নদীর স্রোতের ধারায়
পুকুর জলে হাঁসের খেলায়
বিলের মাঝে পদ্ম মেলায়।

স্বাধীনতা দেখেছি তোমায়-
রাতের আকাশে তারার মেলায়
প্রজাপতির রঙ্গিন ডানায়
রাখালীর বাঁশরীর মুর্ছনায়।

স্বাধীনতা দেখেছি তোমায়-
কবি গুরুর স্বর সাধনায়
কবি নজরুলের কবিতায়
জীবনানন্দের বর্ণনায়।

স্বাধীনতা চেয়েছি তোমায়-
পাঠ্যসূচির বইয়ের পাতায়
শিক্ষকদের বক্তৃতায়
জীবনের স্বপ্ন আকায়।

৩১ শে অক্টোবর ২০১৬ ইং, সাভার

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।