আলেয়ার আলো
- শাহনেওয়াজ আলম শাহিন - সাদা কালো নীল ২৯-০৩-২০২৪

সূর্য অস্ত যাবে, আর আমি
আলেয়ার শূন্যতায় ভর করে;
জোনাকির আলোর ঝিকিমিকি
মৃদু আলোতে ভরে যায় আঁখি
আধার শেষ হতে হতে
অতৃপ্তি রয়ে যায় অপূর্নতায়

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

Shahneowaj
২৯-০৮-২০১৯ ০০:৩৩ মিঃ

কবিতাগুলো একান্তই আমার নিজের হাতে লেখা ।