চোখের জল
- মোঃ নাজমুল হাসান ২৫-০৪-২০২৪

চোখের জল যখন
একাকী গরিয়ে পরে ফোঁটায় ফোঁটায়
তাকে তুমি কান্না বলো না
বুকের মাঝে মায়া জল শুধু বেদনায়।

হৃদয় ফুঁপিয়ে আড়াল হবে
আলোক সজ্জা নিভিয়ে তব
প্রিয়জন হারানোর বেদনায় কাতর
নিরাশার পথে এগিয়ে... স্বপ্ন সঙ্গি হব।

প্রিয় মানুষের না বোঝার যন্ত্রণা
কালো মেঘের আড়ালে চাঁদের যুদ্ধ ঘোষনা
নির্ঘুম রাতের নৈশ্য প্রহরী আজ আমি
কান্নাকেও হার মানাবে বুকের যন্ত্রণা।

মুছে দেবার কেউ নেই আজ এ-জল
হয়তো!
হতে পারে কোন কিছু!
কাল, আগামীকাল
নিভিয়ে রেখে দিবো প্রদিপ আলো
স্বপ্নকে বলে দিব তুই আর আনিসনা সকাল।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।