বর্ষণ বন্দনা
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বাংলাদেশ ২৩-০৪-২০২৪

আকাশের বুক চিঁড়ে ঐ
টিপ টিপ টুপ টাপ শব্দে
নেমে এলো বারিধারা আজি
পুলকিত হলো মানবের প্রাণ।


বৃষ্টি বর্ষালে তব ধারা
সিক্ত হয় মাঠ-ঘাট প্রান্তর
মানব-মানবী তোমার জলে ভিজে
জুড়ায় তাদের আনচান মন।


বৃষ্টি তোমার মধুর বর্ষণে
নব প্রাণ খুঁজে পায় প্রকৃতি
উপলব্ধি তার অনুভবে অনুভবে
তোমার ছোঁয়ায় প্রশান্তি অফুরান।


যবে শুনি মেঘের গর্জন
বুঝি আসবে তুমি হচ্ছে আগমন
তোমার বন্দনা করি ওগো বর্ষণ
সিক্ত করে দিলে উত্তপ্ত সবার মন।


১১.০৮.১৯৯৭

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।