মিথ্যে মায়াজাল
- প্রকৌ. আমিনুল ইসলাম ১৯-০৪-২০২৪

চারিদিকে চলছে ভেজাল আর মিথ্যের ছড়াছড়ি
বাতাসে ভেজাল, খাবারে ভেজাল, ভালোবাসায় মিথ্যে মায়াজাল
টিলিভিশন, পত্রিকা ও ইন্টারনেটে চলছে সত্য-মিথ্যের ধূম্রজাল।
ভেজালে ভরা এই পৃথিবীর সবই কি মিথ্যে নাকি কিছু সত্যি?
যখন আমি একটি শিশুর নির্মল হাসি দেখি, তখন কিন্তু সত্যিই দেখি৷
ভেজালে ভরা এই পৃথিবীর সবই কি মিথ্যে নাকি কিছু সত্যি?
যখন আমি রাস্তার পাশে কবর দেখি, তখন কিন্তু সত্যিই দেখি৷
ভেজালে ভরা এই পৃথিবীর সবই কি মিথ্যে নাকি কিছু সত্যি?
যখন আমি পাগলাগারদে পাগল দেখি, তখন কিন্তু সত্যিই দেখি৷
ভেজালে ভরা এই পৃথিবীর সবই কি মিথ্যে নাকি কিছু সত্যি?
যখন আমি উর্ধ্বাকাশে জ্বলজ্বলে সূর্য দেখি, তখন কিন্তু সত্যিই দেখি৷
ভেজালে ভরা এই পৃথিবীর সবই কি মিথ্যে নাকি কিছু সত্যি?
যখন মেঘে মেঘে গর্জনের বজ্রপাত দেখি, তখন কিন্তু সত্যিই দেখি৷
ভেজালে ভরা এই পৃথিবীর সবই কি মিথ্যে নাকি কিছু সত্যি?
যখন আমি টিকটিকির খসানো লেজের ছটফটানি দেখি, তখন কিন্তু সত্যিই দেখি৷
ভেজালে ভরা এই পৃথিবীর সবই কি মিথ্যে নাকি কিছু সত্যি?
যখন আমি শীতের সকালে দূর্বা ঘাসে শিশির দেখি, তখন কিন্তু সত্যিই দেখি৷
ভেজালে ভরা এই পৃথিবীর সবই কি মিথ্যে নাকি কিছু সত্যি?
যখন আমি সন্তানহারা মায়ের কান্না দেখি, তখন কিন্তু সত্যিই দেখি৷
মানুষের মাঝে-ই সকল ভেজাল, মানুষের মাঝে-ই সকল মিথ্যে লুকিয়ে
মানুষ চলছে অন্যকে ঠকিয়ে, কথা বলে ইনিয়েবিনিয়ে সত্যকে মিথ্যে বানিয়ে।

রচনাকালঃ ২৯/০৯/২০১৯

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

Aminul1982
২৯-০৯-২০১৯ ১৮:০৫ মিঃ

মন্তব্য করুন৷