প্রাণের প্রাঙ্গণ
- ACHINTYA SARKAR/অচিন্ত্য সরকার[পাষাণভেদী] ২৩-০৪-২০২৪

প্রাণের প্রাঙ্গণ
অচিন্ত্য সরকার

প্রাঙ্গণ, হৃদয়ের প্রাঙ্গণ,ভালোবাসার প্রাঙ্গণ, ভরেছে আজ তোমার অঙ্গন হাজার ফুলের সৌরভে,ফুলেরা সব খুশিতে দোলে তোমার আপন গৌরবে।ফুটছে রোজ নতুন কুঁড়ি শ্বাস নিয়ে তোমার বুকে,আত্নহারা খুশির বানে, আপন আপন সৃষ্টি সুখে।প্রজাপতির
রঙিন ডানার স্বপ্নে বিভোর জোনাকিরা
তোমার বুকে স্বপ্ন ভরে,নিত্য দিন পাগলপারা। শক্ত হাতে ধরেছে হাল, ঝড়ের ঢেউয়ে তুলে পাল, মানুষ হয়ে মিলবো সবাই টুটে যত হৃদয় আল।
উয়েছো উদাত্ত ডাক,মেলাতে সবারে
দিয়েছো উন্মুক্ত করে আপনার প্রাঙ্গণ, তোমাতে মিলিছে, খুশিতে খেলিছে হাজার কাননের বিকশিত রঙ্গন। সৃষ্টির আনন্দে,খুশীর রঙ্গে সবার শুভেচ্ছা শিরে
সৃষ্টি পরীরা অনন্ত কাল,তোমাকে থাকুক ঘিরে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।