নিষ্ঠুর শিক্ষক
- ACHINTYA SARKAR/অচিন্ত্য সরকার[পাষাণভেদী] ২৫-০৪-২০২৪

নিষ্ঠুর শিক্ষক
অচিন্ত্য সরকার

হে দারিদ্র,তুমি যেন সেকেলে পাঠলাশার এক রাসভারী পৌঢ় শিক্ষক,হাতে ছড়ি নিয়ে একাগ্রতায় শিখিয়ে যাও,সংযম আর নৈতিকতার পাঠ। বিলাসী খেলা, কাজে হেলাফেলা বারণ সবই,বাঁচার সংগ্রাম সারাক্ষণ জারি।রুদ্র শাসনে শেখাও,পৃথিবী রণভূমি, জীবন এক লড়াই এর নাম। কঠিন তপস্যায় করে রত,সব বিলাসীতার মোহ থেকে রাখো বিরত। বড় রাগ হয় মাঝে মাঝে তোমার উপর,যখন পিছন পানে চেয়ে দেখি তোমার নিষ্ঠুর শাসনে কি অবহেলিত ছিল আমার শৈশব,কি চরম দুর্বিসহ যন্ত্রনায় গুটিয়ে রেখেছি আমার যৌবন,কি ভয়ানক আঘাত হেনেছো আমার জ্ঞান ও জীবিকার সাধনায়,কিভাবে উজর করেছো আমার সুবর্ণ সময়ের সিংহভাগ,কি ভাবে তিলে তিলে শুষে নিয়েছো আমার অর্ধেক জীবন-রস! অবহেলা,অপমান,স্বপ্ন ভাঙার হাহাকার ভরে, বাড়িয়েছো অল্প বয়সে অভিজ্ঞতা- ঝুলির আকার।জানি,তুমি বলবে এই অভিজ্ঞা,এই সংযম,এই পার্বত্য সহন ক্ষমতা সবই তোমার দান।হয়ত ঠিক তা,কিন্তু কেড়েছো যে সোনালী সময়, হারিয়ে গেছে সম্পর্কের যেসব কমনীয়তা, গলা টিপে মেরেছো যে সম্ভবনা উদর তুষ্টির অজুহাতে,কী যাদু আছে তোমার কাছে, সে ক্ষতি পুরণ হবে তাতে! হয়ত শিখেছি অনেক,তাই দাবি কর শিক্ষকের মান,কিন্তু তোমার নিঠুর পীড়নে হারিয়েছি যা তা অপূরনীয়,তাই জমে আছে মনে পুজ্ঞভূত দুঃখ,ব্যাথা, ক্ষোভ আর দুর্লঙ্ঘ অভিমান।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।