মহলমিতি
- Farid Hasan ১৯-০৪-২০২৪

মহলমিতি
ফরিদ হাসান

মহলে রঙ লাগায় নানা মানব
মহলে রঙ লাগায় পূব
মহলে রঙ লাগায় পশ্চিম
মহলে রঙ লাগায় মধ্যপ্রাচ্য
মহলে রঙ লাগায় পুঁজি
মহলে রঙ লাগায় বিশ্বাসী ও অবিশ্বাসী ।

মহল ঘিরে মিডিয়া ও মার্কেট মাদল বাজায়
রাজনবর্গ বৈদ্যের খোঁজে ভিনদেশে উড়াল দ্যায়
যেন কোন মহলমাঞ্জা প্রকল্প , তহবিল জনমুদ্রায় ;
তবু মহল মিলিয়ে যায় ,
দেহতত্বের রহস্যে লালন উছলায়
আশক হয়ে যায় একাত্মা-এলাহীয়
‘কে বানাইল এমন রঙমহল খানা’ গেয়ে যায়,
লঘীয়ান লালনরা লাল নীল সরিষা রঙ ভাসায় ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।