ভাবনার বৃষ্টিতে তুমি
- শেখ রবজেল হোসেন - তোপধ্বনি ২৯-০৩-২০২৪

বৃষ্টি ভেজা মুখশ্রী তোমার,
মাতাল নেশায় কাছে টানে;
বড্ড সেকেলে এখনও তুমি,
জড়িয়ে থাকো বিস্তর আবরণে।
উন্নত নাসিকায় নোনা জল,
চেয়ে আছে আমার পানে;
আলতো করে ছুঁতে ওষ্ঠ,
হঠাৎই কাছে টানে আনমনে।
আজ মুছবেনা দীর্ঘ গ্রীবা,
চুঁয়ে যাক ক'ফোঁটা জল;
শীতল পরশে শিহরিত আমি,
জাগে মনে সুপ্ত কোলাহল।
লম্বা চুলের ভেজা অগ্রভাগ,
ছুঁয়ে আছে নিতম্ব তোমার;
দৃঢ় মনে তুমি সরিয়ে বসন,
মোছাতে উদ্যত সিক্ত বদন।
আধো ভেজা বসনে তুমি,
জুড়ে ছিলে কল্পনার ভূমি;
দখিনা বাতাসে উড়ালে কেশ,
কেটে গেলো আমার ভাবনার রেশ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।