সুরের মূর্ছনা
- শাহাদাত হোসেন বাবু ১৮-০৪-২০২৪

সুরের মূর্ছনা শাহাদাত হোসেন বাবু তুমি চপলা সুন্দরী রমণী শুনলে কণ্ঠধ্বনি নাচে ধমনী সাগরের গর্জন থেমে যায় পাহাড় পর্বত ঘেমে যায় বহে কুলকুল ঝর্ণাধারা বন কানন আত্মহারা তোমার সুরের ঐকতান আকুল হয় আমার প্রাণ

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।