মুক্তির খোঁজে
- ইব্রাহিম ২০-০৪-২০২৪

মুক্তি চেয়েছি সেই পাঁচ বছর বয়স থেকে , কিন্তু এখনো মুক্তি মেলেনি | ছোটবেলায় খুব ইচ্ছে করতো একটু পুকুরের পানিটা ঘোলাটে করে দিই, গাছের মগডালে উঠে বসে থাকি, কয়েক শ মারবেল কিনে মারবেল খেলার প্রতিযোগিতায় নামি , আরো কত কী| কিন্তু পারতাম না, বন্দী করে রেখেছিলো আমার মা, স্কুল আর ঘরের বন্দী দেওয়ালে| বড় হলাম, ভাবলাম পাশের বাড়ির মেয়েটার সাথে জুটিয়ে প্রেম করবো| হারিয়ে যাবো সুখের খোঁজে, অচেনা কোন এক দেশে | কিন্তু পারলাম না, বন্দী করে রাখলো আমার বউদিদি টা, হারিয়ে গেলাম তার অতৃপ্ত চাহিদার সাগরে | সংগ্রাম করে চলেছি সেই শিশুকাল, কিশোরকাল | আর যৌবনে এসেও সংগ্রাম করছি বেঁচে থাকার জন্য, জীবন আর জীবিকার সংগ্রাম |

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

Nazmul_Rahman_Shurjo
১৩-১২-২০১৯ ০০:৫১ মিঃ

jibon ses hoi onk ta onner moto nijeke gorte, er modde nijer shate katanor somoy e thake nah. tai sobai k bolsi sob kisor moddew nijer shate somoy katan dekhben onk happy feel korsen.