ভয় পেয়োনা লক্ষীসোনা ( ছোটদের ছড়া )
- মধুকবি ২৮-০৩-২০২৪

ভয় পেয়ো না লক্ষীসোনা
বাঘের মাসি ক্ষেপেছে ,
ইঁদুর ভায়া দৌড়ে পালায়
কুকুরছানা লাফাচ্ছে ।
দৈত্য আছে হাতে গোনা
ভুতের রাজা মরেছে ,
বাঘ ভল্লুক সব বন্দী খাঁচায়
সিংহ মামা ঝিমুচ্ছে ।
পশু পাখী বন ছেড়েছে
মানুষরগুলোর ভয়ে ,
হাতি ঘোড়া দেখতে পাবে
চিড়িয়াখানায় যেয়ে ।
কেদোনা আর লক্ষীসোনা
রাজকুমার আসছে ,
মানুষরূপী দৈত্যরা সব
ভয় পেয় পালাচ্ছে ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।