ন্যায়পাল
- মধুকবি ২৫-০৪-২০২৪

ক্ষুদ্র স্বার্থে মগ্ন হৃদয় যে মানুষের ,
ভোগবিলাসে মত্ত জীবন তাহাদের ;
রচিয়া নিত্য নতুন বিধি ও বিধান ,
শুনাইয়া সফলতার মিথ্যা বয়ান ।
নিগড়ে বাঁধিল বিপ্লবী তাজা যৌবন ,
প্রতিবাদ করলেই করে অন্তরীন ;
স্বাধীনতা চাও তবে স্বেচ্ছাচারী হও ,
মানুষের জীবন অতিষ্ঠ করে দাও ।

নাহি মানি বশ্যতা নির্লজ্জ তস্করের ,
নাহি করি ভয় অত্যাচারী শাসকের ;
বলবোনা আর জো হুকুম জাহাপনা ,
অন্যায় আদেশ আর কভু মানবোনা ।
ন্যায়পাল করার কথা নিয়ত স্মরি’,
তার অপেক্ষায় আছি যুগ যুগ ধরি ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।