কখনো এভাবেও
- মোহন দাস (বিষাক্ত কবি) - এক ঝুড়ি ফুল ২০-০৪-২০২৪

কখনো ভাবিস কি যে ছেলেটি লুকিয়ে তোর শরীর খুঁজে ফেরে না দেখার মাঝেও দু'চোখ জিতেছে তোকে প্রিয় তুই গেছিস হেরে । কখনো বুঝিস কি যে প্রেমটি তোরে ডাকে নিবেদন প্রত্র দিতে তোকে না পেয়েও হাসি মুখে প্রিয় তোরেই কিনেছি বিনা বিক্রিতে । কখনো দেখিস কি যে ইচ্ছে গুলি অপূর্ণ তোর আমায় ছুঁতে চাই অনুভবহীন স্পর্শে তোকেই পেয়েছি প্রিয় শুধু তুই পাসনি আমায় । কখনো বলিস কি যে স্বপ্নের স্বাদ রাতে তোকে পরম প্রাপ্তি দেয় সে স্বপ্ন দুঃস্বপ্ন ধরেও না দিয়ে প্রেম তোর প্রিয় তুই করেছিস ব্যয় । কখনো জানিস কি যে মানুষটি অলীক প্রেমে নিজেকেই হারায় সে মানুষটি পাগল হয়ে গিয়ে তোর সন্ধানে ঘোরে পাড়ায় পাড়ায় । জানি তুই জানিস না কিছুই, দেখিস না কিছুই, বুঝিস না কিছুই, বলিস না কিছুই, ভাবিস না কিছুই ! শুধু আমিই দেখি ভাবি বুঝি আর বলি এভাবেই...... 03/01/2020 3:13 PM

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।