সৌভাগ্যের আলো
- মোঃ আমিনুল এহছান মোল্লা - আলো ১৯-০৪-২০২৪

এক জাহেলী যুগে হেরার গুহার কুঞ্জবীথিকায়;
তুমি এসেছিলে নবীজির কাঁধে আঁধারকে কাঁদায়।

তুমি যে সৌভাগ্যে জেগে ওঠা নব সূর্যের আলো;
তুমি যে হেদায়েতের দিশা দুর করে যাও কালো।

যে সৌভাগ্যের আলোয় প্রাণে প্রাণে দিলে মুক্তির দোল;
সেতো কেউ নয়! সেতো শুধু তুমি
সন্দেহহীন আল-কোরআনের কল্লোল ।

তুমি তো জেগে ওঠ পরহেজগারদের গুঞ্জনে
তুমি তো হও প্রহরী সেইসব মুমিনের প্রাঙ্গণে।

যারা কিনা ভয় করো অদেখা বিষয়ে ক্ষণিক কাল;
এবং যদি উড়ায়ে দাও ইসলামের পাল
প্রতিষ্ঠা করো নামাজ নশ্বর কুজ্ঞবীথিকায়
রুযি হতে যদি ব্যয় করো আল্লাহ’র অভিপ্রায়
বিজয়ী হবে ওইদিন সৌভাগ্যের আলো ছড়ায়!

যারা কিনা লুফেছে পবিত্র কোরআন জীবনের অঙ্গণে
তারাই হয়েছে সফলকাম চিরস্থায়ী জান্নাত সন্ধানে ।
------------------------------------------------ ২১-০১-২০২০ ইং রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।