আশীর্বাদ
- উদয় ভানু চক্রবর্তী ১৯-০৪-২০২৪

তুমি দাঁড়িয়েছিলে কৃষ্ণচূড়া গাছটার ওপাশে- অবসন্ন বিকেলবেলা, কেউ ছিল না কোথাও। দূর থেকে তোমাকে মনে হলো পরিপূর্ণ একটা গাছ,হাসিতে ছড়িয়ে নীল সাগরের মুক্তো।

মনে পড়ে, আকাশটা মাটিতে নেমে এল তখন, সবুজ মাঠটা আনন্দে ভেসে গেল শিশিরের বন্যায়,মাধবীলতা আবেশে জড়িয়ে ধরে কাঁঠাল গাছকে।
এমন অলৌকিক বৈভব কখনো দেখিনি আগে।

দেখতে দেখতে তোমার দুটো হাত সেই গাছের শ্যামল ডাল হয়ে উঠলো,তাতে শাঁখা,পলা চুড়ি- সোহাগী কৃষ্ণচূড়ার পাপড়িগুলো সিঁথির আলপথ লালে রাঙিয়ে দিল,
অবাক হয়ে তাকিয়ে গাঙচিলটা দেখে,
দিগন্তের পার থেকে।

আমি নিবিঢ় ভাবে খুঁজলাম তোমায়,
চোখে ফাগুন লাগলো হলুদ পাখিটার।
গাছের পাতারা মুচকি হেসে মুখ লুকায়,
বুকে নিয়ে লাজুক বাহার।

ত্রিলোকরঞ্জনী উর্বশীরা নেমে এলো আলো রথে-
সেসময় পৃথিবীতে ঝরে পড়লো ঈশ্বরের আশীর্বাদের হাজার হাজার সোনালী কণা-
একসাথে !!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।