অভিপ্রায়
- মোহন দাস (বিষাক্ত কবি) ১৯-০৪-২০২৪

বিন্দু বিন্দু আলোকছটা তুমি এই অন্ধ চোখে
হৃদয় আকাশে উজ্জ্বল কত সূর্য্য খেলা করে তোমার আর,
তোমার চুলের সাথে ।
তোমার প্রভা জ্যোৎস্নার নদী
আমি দেখি না, শব্দে শুনি তোমার আসা যাওয়ার পদধ্বনি
এই বিস্তীর্ণ মনের বারান্দায় ঘরে আর উঠোনে ।
আমি কালো দু'হাতে অদৃশ্য হতে
মনে মনেই এই দেহে মাখলাম,
ডুব দিলাম তোমার মনের মাঝে ।

দেখি ডানা ভাঙা ইচ্ছে পাখির ঝটপটানি শিকল পড়ে
কিভাবে হুমরি খেয়ে পড়ে
ধুলো ভড়া বুকের কার্নিসে ।



22.01.2020 9:10 AM

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।