বইয়ের পাতায় একটা শুকনো ফুল
- মাহমুদ রিয়াদ পলাশ - শেষ শ্রাবণের গল্প ২৫-০৪-২০২৪

তোমার কথা, কথকতা
কানে বাজে কি দারুণ
কে জানে কবেকার কোন কথা
বড়ো সাধারণ ব্যকরণ।

আমি সামনে তাকালে আজো
দেখি কেমন করে সাজো
যে পথে দাঁড়াই, দুরে
দেখি কুয়াশায় ঢাকা আলো
সেই কুয়াশার ঘোরে ঘুমিয়ে
ভাংগি তোমায় ছোঁয়ার বারণ।
সেতো কবেকার কোন কথা
বড়ো সাধারণ ব্যকরণ।

তোমার চুলগুলো আজো খেলে
দখিনা বাতাস পেলে
সে বাতাস টুকু কুড়িয়ে
রেখেছি পকেট ভরে
তোমার চুল ও শুকনো ফুলের
হয়নি স্মৃতিচারণ।
তোমার কথা, কথকতা
কানে বাজে, আজো দারুণ।।

#মাহমুদ_রিয়াদ_পলাশ
১৯/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।