সাহস!
- তানভীর সিদ্দিক টিপু ২৮-০৩-২০২৪

সেবার যখন যুদ্ধ করেছি
তুমি ছিলে মিত্র
আমি ছিলাম অক্ষে,
চলো আবার যুদ্ধ করি
এবার নাহয় ব্রিটিশ হবো
থাকব তোমার পক্ষে ।
তুমি স্ট্যালিন, আমি চার্চিল হই
হিরোশিমায় বোমা ফেলি
হিটলারকে করি জব্দ,
আমার বিশ্বযুদ্ধের সাহস থাকলেও
তোমাকে বলা হবে না একটি কথা,
মাত্র তিনটি শব্দ !

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।