স্বাধীনতা, কবে আসবে তুমি?
- তানভীর সিদ্দিক টিপু ২৫-০৪-২০২৪

স্বাধীনতা স্বাধীনতা; আসবে তুমি কবে?
আর কতকাল কাঁদলে বলো, অপেক্ষা শেষ হবে ।
স্বাধীনতা, তুমি আর কত রক্ত চাও?
পাষাণ হৃদয় গলবে কবে, এবার বলে দাও ।
স্বাধীনতা, কেঁদেছি তোমার জন্য বছর ঊনপঞ্চাশ,
বরণডালা সাজিয়েছি কতবার, বুকে করেছি স্বপ্নের চাষ ।
তোমার জন্য কত আয়োজন, সভা-সেমিনার, কান্নাকাটি
স্বাধীনতা, তবে কি তুমি চাওনি বাংলাদেশের মাটি?
তোমার জন্য আজ কাঁপছে আকাশ, প্রকম্পিত ভূমি
স্বাধীনতা ফিরে এসো, ফিরে এসো তুমি ।
স্বাধীনতা, বলো তোমার মান ভাঙবে কবে?
সেই দিনটা আমার কি আর দেখার সুযোগ হবে!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

M2_mohi
১০-০২-২০২০ ২০:৫৬ মিঃ

অনুপম, প্রিয় শুভ কামনা । ♥♥

Dojieb
১০-০২-২০২০ ২০:২৭ মিঃ

ব্রাভো!