কান্নায় কারফিউ
- শোয়েব আহম্মেদ বাধন ২৬-০৪-২০২৪

সিগারেটের ডগায় জ্বলে বিপন্ন রাত,
ভালবাসার প্রকোষ্ঠে পুড়া নিকোটিনের তপ্ত প্রভাব।
অনুভূতির মেলায় আজ মাতলামির আসর বসাও বা না বসাও;

কারফিউ জারি করেছি চোখের পাতায় ,
পারলে পানির বদলে এবার রক্ত ঝরাও।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।