সড়ক দুর্ঘটনা
- মোঃ হোসাইন জাকের - মায়াজাল ২৫-০৪-২০২৪

সড়কে ঝরছে লাশের পরে লাশ,
ভারি হচ্ছে আকাশ আর বাতাস,
বেপরোয়া চলছে ট্রাক ও বাস।
সারাদেশে আজও ২০ জন নিহত,
আরো কতো জন হল আহত,
জন-জীবন সম্পূর্ণভাবে ব্যাহত!
সড়কে চলতে লাগে ভীষণ ভয়,
সারাক্ষণ তটস্থ থাকে এ হৃদয়,
কত কথা বুকের মাঝে জমা রয়।
আমরাই করি আমাদের সর্বনাশ,
কত অবৈধ যান রিকশা থেকে বাস,
কি করে দিয়ে দিই টোকেন আর পাস।
এগুলো দেখার তরে নেই কি কেউ?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

M2_mohi
০৬-০৩-২০২০ ১৬:৩৭ মিঃ

Sad

zahidernoor
০৬-০৩-২০২০ ১৫:১৪ মিঃ

সরকার ও নীতি নির্ধারকদের আরও কঠোর দৃষ্টি দেয়া উচিৎ সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে।