হৃদয়ে কে বাঁধে ঘর?
- মোঃ হোসাইন জাকের - মায়াজাল ২৫-০৪-২০২৪

থাকে না চিরদিন দেহে রঙ্গিন রূপ,
ভবের হাটে দিতে হবে একদিন ডুব,
রূপের পূজারীরা রবে একেবারে চুপ।
মুখ ফিরিয়ে থাকবে সবে, রবে শুধুই একা,
চারপাশে শূন্য, যেদিকে তাকাবেই, ফাঁকা,
সেইও ছেড়ে যাবে, যে ছিল হৃদয়ে আঁকা।
আয়নায় দেখো, ভেবো হৃদয়ে কে বাঁধে ঘর,
বিনে সুতার মালা হাতে কে সাজায় বাসর,
রূপের হাটে কারা জমায় রঙের আসর?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।