পাগলের মত খুঁজে ফিরি
- শাহানাজ সুলতানা (শাহানাজ) ২৯-০৩-২০২৪

একবিংশ শতাব্দীর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আজও আমি খুঁজে ফিরি এক সভ্যতার শিলালিপি। যখন পরনে বস্ত্র ছিলনা, মাথা গোজার ঠাই ছিলনা গাছের বাকলে হত লজ্জা নিবারণ সেই আদিম যুগ হতে বর্বরের বিরুদ্ধে চলছে এ সংগ্রাম। তবু আজও কিশোকীর বিভৎস লাশের গন্ধে ভারি হয় সুন্দর ধরনীর বুক, ছেলের খুনে স্যাঁতসেঁতে মায়ের পদতল। সব দেখি, সব শুনি, সব বুঝি,তবু আমি নিরুপায় নিষ্ঠুর নির্যাতিত এই মানবের সমাজে। চিপা গলির অন্ধকারে, শহরের পিচ ঢালা পথে গ্রামের আনাচে কানাচে প্রদীপের তলদেশে স্বর্গ থেকে মত্তলোকে পাগলের মত হাতড়ে বেড়াই এক সোনালী সুদিন, স্বর্ণজ্জ্বল বর্তমান এত জীবন গেল এত রক্ত ঝরল অথচ আজও জ্বলল না সে দীপ শিখা। ১১ মার্চ ২০১৪

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।