নিষিদ্ধ হোক
- মেহেদী হাসান ২০-০৪-২০২৪

নিষিদ্ধ হোক নষ্টদের বেঁচে থাকা,
নিষিদ্ধ হোক রাজার সিংহাসন,
সেনাপতি,মন্ত্রী,উজির,নাজির,সামন্ত,সৈনিক সব নিষিদ্ধ হোক।
নিষিদ্ধ হোক নষ্টদের প্রতিটি নিশ্বাস।
যাদের নিরবতা নিস্তব্ধ করেছে আর্ত-শরীর,তাদের হৃদপিণ্ডে ছড়িয়ে যাক নিরবতা।


নিষিদ্ধ হোক মোহর,কাগজী নোট,
মুদি দোকানের সব রেশন নিষিদ্ধ হোক।
ভাত নিষিদ্ধ হোক।
নিষিদ্ধ হোক নষ্টদের ক্ষুধানিবৃত্তি।
হাট-কে ধূ-ধূ মাঠ করেছে যে পেট,মজুদদার সে পেট-পেটের মালিক নিঃশেষ হোক অনতিবিলম্বে ধ্বংস হোক।

নিষিদ্ধ হোক অট্টালিকা,বহুজাতিক কোম্পানী,
বাহারি বিনোদন কেন্দ্র নিষিদ্ধ হোক।
নিষিদ্ধ হোক নষ্টদের বিলাসিতা।
যে শুয়োরের বাচ্চা আমাদেরই রক্ত-ঘামে বিত্তের পাহাড় গড়ে এখন অন্ধ হয়ে বসে আছে,ওর মৃত্যু হোক।

নিষিদ্ধ হোক নষ্টদের বেঁচে থাকা।
পঁচে যাক সব ফুসফুস।সব ফুসফুস।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
২৩-০৩-২০২০ ০৯:২২ মিঃ

অনন্যসাধারণ  লেখা