মৃত্যু আতঙ্ক ধরিছে ঘেরিয়া
- মোঃ আমিনুল এহছান মোল্লা - বিজয় ২৯-০৩-২০২৪

প্রাণে প্রাণে বাসা বাঁধিছে এক আতঙ্ক ভাইরাস!
আজ ছুটিছে প্রাণেরা করোনার ভয়ে উদাস।
এতো ভয় ভাইরাসের!
নেই কোন ভয় আল্লাহ’র।

মৃত্যু আতঙ্ক ধরিছে ঘেরিয়া মানুষের প্রাণে প্রাণে-
তবু নাহি বুঝে মানুষ আল্লাহ হইতে আসিছে ভুবনে।
অন্তর আকাশে জাগিয়া তুলিছে ইয়ানাফসি ইয়ানাফসি!
কেউ কাউকে নিয়ে নাহি ভাবে আর এই ধরাধমে
আপনারে ভালবাসি।

ভাইরাস আতঙ্ক ছড়িছে চৌদিকে আল্লাহ’কে ভুলে ভুলে
মৃত্যু ধরিবে বুঝি এখনই এসে মানুষেরে দলে দলে ।
হায় আফসোস! হায় আফসোস!
কবে আসিবে ফিরে মানুষের হুশ?

মানুষ তো ক্ষণিকের মেহমান এই ধরাধমে-
ওহে মানুষেরা, আল্লাহ’র দিকে ফিরে এসো প্রথমে
তারপর পানা চাও হে ব্যাথা যত বুকে বহি,
আসিবে ফিরে প্রশান্তি প্রাণে ওহে বিরোহী।

মৃত্যু আতঙ্ক ধরিছে ঘেরিয়া মানুষের প্রাণে প্রাণে-
তবু নাহি বুঝে মানুষ আল্লাহ হইতে আসিছে ভুবনে।
----২৩-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
২৩-০৩-২০২০ ১৫:০৭ মিঃ

Allah Allah