রূপের পসরা
- মোঃ হোসাইন জাকের - মায়াজাল ২৫-০৪-২০২৪

আলো ছায়ার খেলায়,
বটতলার মেলায়।
প্রেমিক এ মন হারায়,
ভালবাসার ছলনায়।
প্রীতিডোরে বেঁধে,
দিবস ও রাতে।
শিশির ভেজা প্রাতে,
কাঁদছো ফাঁদ পেতে।
এখনতো এ মন অসহায়,
সব গেলো রূপের পসরায়।
আড়চোখের ইশারায়,
চারদিক শূন্য রয়ে যায়।
বলে হেসে, আসমা বিবির বাপ,
এখন এসব ভেবে কী লাভ..?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
২৫-০৩-২০২০ ১৩:০৫ মিঃ

সৃজনশীল ও মননশীল লেখা।