তাওবা
- নিশাচর - গিরিসংকট ২০-০৪-২০২৪

আপন পাপে কলুষিত আমি,
নাই যে তাহার কোনো প্রান্ত।
সীমান্তহীন পাপের সিন্ধু নিজের,
রাখিনি তো ক্ষমার কোনো উপায়ন্ত!

তোবু পারাবার দয়ালু আমার,
ক্ষমা কি করিবে মোরে আরেক বার?
লোচনে শত শতাব্দীর অশ্রু লইয়া
তব সমীপে ইহা মিনতি আমার।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
২৬-০৩-২০২০ ০৯:১১ মিঃ

তোবু ?