"কবি"
- Md.Noor Islam ১৮-০৪-২০২৪

কবি বলে নিজেকে ডাকতে
এখনো আছে অনেক দেরি!
দুলাইন ছন্দ মিলাতে পারলেই,
যদি হওয়া যেত কবি
তবে কি আর উঠতো ভেসে!
কবিতার ভাষায় জীবন্ত সব ছবি।

কবি তো সে, যার কবিতা
অনন্ত যুদ্ধ ঘোষণা করে!
জীবন সংগ্রাম যার নেশা ;
দু বাক্যে প্রকাশ করে বাক স্বাধীনতা
কবি,তার ভাষায় প্রকাশ করে
স্বপ্নের মাঝে পরিণত বাস্তবতা।

কবি তো সে, যার কবিতা
মানুষকে বাঁচতে শেখায়, লড়তে শেখায়!
হাঁটতে শেখায় লক্ষ্য পথ অর্জনে ;
কবিতায় তুলে ধরে স্বীয় সংবিধান
হতাশা নিরাশা পেছনে ফেলে
এগিয়ে চলে, করতে জয়ের সন্ধান।

********ধন্যবাদ*********

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
৩০-০৩-২০২০ ০০:১৩ মিঃ

অনন্যসাধারণ  লেখা।